Header Ads

Header ADS

গাড়ি চালানোর সময় যা অবশ্যই মেনে চলা উচিত

প্রত্যেক কাজেই এক একটা নিয়ম কানুন থাকে। তাই যেকোনো যাত্রীবাহী কিংবা মালবাহী যানবাহন চালানোর সময় সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া উচিত নিরাপদ ড্রাইভিং-এ। গাড়ি চালানোর সময় একা থাকুন অথবা সাথে যাত্রী থাকুক, এ বিষয়টি মেনে অবশ্যই মেনে চলুন।
একটি দুর্ঘটনা সারাজীবনের কান্না এই কথাটি আমরা প্রায় যানবাহনে লিখা থাকতে দেখি কিন্তু আমরা কি সঠিকভাবে আইন মেনে সড়কে গাড়ি চালাচ্ছি।
ট্রাফিক শৃঙ্খলা একটি জাতির সভ্যতার প্রতীক, আসুন ট্রাফিক আইন মানি এবং যানজটমুক্ত সোনার বাংলাদেশ গড়ি।
আসুন জেনে নেয়া যাক পরামর্শগুলো।
১। গাড়ি চালানোর পূর্বে গাড়ির সমস্ত কাগজপত্র ও ড্রাইডিং লাইসেন্স চেক করে নিন এবং হালনাগাদ কাগজপত্র সাথে রাখুন।
২। অযথা হর্ণ বাজানো থেকে বিরত থাকুন।
৩। সবসময় সিটবেল্ট ব্যবহার করে গাড়ি চালান।
৪। গাড়ি চালানোর সময় অবশ্যই গতিসীমা মেনে চলুন।
৫। অযথা ওভারটেকিং করা থেকে বিরত থাকুন এবং সতর্কতার সাথে ওভারটেকিং করুন।
৬। দূর্ঘটনা প্রতিরোধে গাড়ির যন্ত্রাংশ নিয়মিত চেক করে নিন।
৭। উল্টো পথে যে কোন যান চালানো থেকে বিরত থাকুন।
৮। ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন করবেন না।
৯। ক্লান্ত/অসুস্থ/মাতাল অবস্থায় গাড়ি চালানো হতে বিরত থাকুন।
১০। সর্বদা বাম লেন চালু রাখুন।
১১। ইন্টারসেকশন এবং রাস্তায় যাত্রী উঠানো/নামনো হতে বিরত থাকুন।
১২। ট্রাফিক আইন ও সিগন্যাল জানুন এবং মেনে চলুন।
১৩। বাস-বে/ নির্দিষ্ট স্থান ব্যতীত যত্রতত্র বাস থামিয়ে যাত্রী উঠানামা করবেন না।
১৪। গাড়ি থামানোর ক্ষেত্রে সর্বদা রাস্তার বাম ঘেঁষে থামাবেন।
১৫। ডানে/বামে যাওয়ার ক্ষেত্রে ইন্ডিকেটর ব্যবহার করুন।

No comments

Theme images by Jason Morrow. Powered by Blogger.