Header Ads

Header ADS

পোলারিটি কি? ইহা কত প্রকার ও কি কি?

উত্তর: পোলারিটি: ডিসি কারেন্টের ক্ষেত্রে ইলেকট্রন প্রবাহের দিককে পোলারিটি বলে।

পোলারিটি দুই প্রকার -
ক) ষ্ট্রেইট পোলারিটি
খ) রিভার্স পোলারিটি

ষ্ট্রেইট পোলারিটি: ডিসি সরবরাহ দ্বারা ওয়েল্ডিং করিবার সময় যখন ওয়ার্ক পিচকে জেনারেটরের পজিটিভ সাইডে এবং ইলেকট্রোডকে নেগেটিভ সাইডে সংযোগ করা হয় তখন উহাকে ষ্ট্রেইড পোলারিটি বলে।

ষ্ট্রেইড পোলারিটি সরু বিড তৈরি করে এবং গভীর পেনিট্রেশন নিশ্চিত করে।

রিভার্স পোলারিটি: যখন ওয়ার্ক পিচকে নেগেটিভ প্রান্তে এবং ইলেকট্রোডকে পজিটিভ প্রান্তে সংযোগ দেওয়া হয় তখন তাকে রিভার্স পোলারিটি বলে।
ইহার ফলে চওড়া বিড তৈরি হয় এবং অগভীর পেনিট্রেশন হয়।

No comments

Theme images by Jason Morrow. Powered by Blogger.