Header Ads

Header ADS

ওয়েল্ডিং কত প্রকার ও কী কী

উত্তর:- ওয়েল্ডিং এর শ্রেণীবিভাগ:
ওয়েল্ডিং পদ্ধিতি প্রধানত দুই প্রকার

১. ফিউশন ওয়েল্ডিং
২. নন ফিউশন ওয়েল্ডিং

ফিউশন ওয়েল্ডিং কে দুই ভাগে ভাগ করা যায়।

১. গ্যাস ওয়েল্ডিং
২. আর্ক ওয়েল্ডিং

ফিউশন ওয়েল্ডিং:
যখন দুইটি ধাতব খন্ডকে গলন তাপমাত্রায় উত্তপ্ত করে গলিত অবস্থায় কোন প্রকার চাপ প্রয়োগ ছাড়া জোড়া দেওয়া হয় তাকে ফিউশন ওয়েল্ডিং বলে। এই পদ্ধিতিতে ফিলার মেটাল ব্যবহার করা হয়।
যেমনঃ গ্যাস ওয়েল্ডিং,  আর্ক ওয়েল্ডিং ইত্যাদি।

নন ফিউশন ওয়েল্ডিং:
যখন দুইটি ধাতব খন্ডকে গলন তাপমাত্রার নীচে একটি নির্দিষ্ট তাপমাত্রা পর্যন্ত উত্তপ্ত করে অর্ধগলিত অবস্থায় চাপ প্রয়োগে জোড়া দেওয়া হয় তাকে নন ফিউশন ওয়েল্ডিং বলে। যেমনঃ ফোর্জ ওয়েল্ডিং, রেজিষ্টেন্স ওয়েল্ডিং।

No comments

Theme images by Jason Morrow. Powered by Blogger.