Header Ads

Header ADS

ওয়েল্ডিং এ কি কি ত্রুটি থাকতে পারে?

উত্তর: ১। বিকৃত: মূল ধাতু অসমভাবে উত্তপ্ত হলে ঠান্ডা হওয়ার সময় সংকোচন এবং প্রসারন জনিত কারনে বাঁকিয়া মোচড়াইয়া এবং কুচকাইয়া যায় ইহাই বিকৃত।

২। আন্ডার কাট: অতিরিক্ত উত্তপ্ত এবং ত্রুটিপূর্ণ ওয়েল্ড গতির ফলে ধাতুর পার্শ্বদেশ কিংবা ওয়েল্ড ধাতু কাটিয়া অসম কর্তন রেখার সৃষ্টি করে। ইহাই আন্ডার কাট।

৩। অসম্পূর্ণ পেনিট্রেশন: মূল ধাতুর অভ্যন্তরে অপর্যাপ্ত এবং কম অনুপ্রবেশকেই অসম্পূর্ণ পেনিট্রেশন বলে।

৪। মাত্রারিক্ত পেনিট্রেশন:  ওয়েল্ডিং জোড়ার খাজে যখন অতিরিক্ত ওয়েল্ড মেটাল প্রবেশ করে তখন তাকে মাত্রারিক্ত পেনিট্রেশন বলে।

৫। স্প্যাটার: গলিত ধাতু চারদিকে বিক্ষিপ্ত ভাবে ছড়াইয়া পরাকে স্প্যাটার বলে।

৬। ওভার ল্যাপ: বেস মেটাল পুরো না গলিয়া মাত্রারিক্ত ধাতু উহার উপর জমিয়া থাকিলে তাকে ওভার ল্যাপ বলে।

৭।ফাটল: অতিরিক্ত কারেন্ট প্রবাহের কারণে ওয়েল্ড মেটালে ফাটল সৃষ্টি হয়।

৮।ধাতু মল অন্তর্ভুক্ত: ওয়েল্ড মেটাল জমাট বাধার সময় উহার অভ্যন্তরে ধাতু মল আটকাইয়া পড়ে।

No comments

Theme images by Jason Morrow. Powered by Blogger.